ঠোঁটের কালো ভাব দূর করার উপায় 

ঠোঁটের কালো দাগ দূর করার উপায়,ঠোঁটের কালো দাগ দূর করার উপায় কি,কালো ঠোঁট গোলাপি করার উপায়,ঠোঁটের কালচে ভাব দূর করার উপায়,ঠোঁটের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়,ঠোটের কালো দাগ দূর করার সহজ উপায়,ঠোঁটের কালো দাগ কিভাবে দূর করা যায়,ঠোঁট কালো দূর করার উপায়,ঠোঁটের কালো দাগ,ঠোঁটের কালো ভাব দূর করার উপায়,ঠোঁটের উপরের কালো দাগ দূর করার উপায়,কালো ঠোঁট লাল করার সহজ উপায়


আমরা জানি যে, ধূমপান একটি বদ অভ্যাস। তবুও আমরা ধূমপান করি। ধূমপান এর ফলে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে যেমন শ্বাসনালী বা ফুসফুস এর মারাত্মক ক্ষতির সাথে সাথে আরো নানা ধরনের জটিল থেকে জটিলতর রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। আর এই ধূমপান এর ফলে আমাদের ঠোঁট কালো হয়ে যায়। আর যারা বেশি ধূমপান করে তাদের বেশির ভাগেরই ঠোঁট কালচে হয়ে পড়ে।

এখন জেনে নেওয়া যাক ঠোঁটের এই কালচে দাগ আমরা কিভাবে দূর করতে পারি

১.লেবু-চিনি

লেবুর পাতলা একটি টুকরো আমাদের কেটে নিতে হবে এরপর এর উপরে অল্প কিছু পরিমাণে চিনি নিতে হবে এবং রোজ ঠোঁটে মালিশ করতে হবে। চিনি এখানে স্ক্র্যাবের কাজ করবে। ঠোঁটের মরা চামড়া গুলোকে ঘষে তুলে দিতে সাহায্য করে চিনি, আর লেবু ঠোঁটের কালো চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে।

২.লেবুর রস - গ্লিসারিন

খানিকটা গ্লিসারিন এর সাথে লেবুর রস মিশিয়ে প্রতিদিন দুই বার করে ঠোঁটে মাখতে হবে। কিছু দিনের মধ্যেই উপকার চোখে পড়বে।

৩.টমেটোর রস

ঠোঁট উজ্জ্বল করতে টমেটোর রস খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। সুতরাং প্রতিদিন অন্তত দুই থেকে তিন বার টমেটোর রস ঠোঁটে মাখুন 

৪.মধু-চিনি-বাদাম তেল

প্রথমে আমাদের মধু, চিনি ও বাদাম তেল একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর নিয়ম করে প্রতিদিন ঠোঁটে এই মিশ্রণটি মালিশ করতে হবে।এই মিশ্রণটি ঠোঁট উজ্জ্বল করার সাথে সাথে ঠোঁট এর কোমলতাকেও বাড়াতে সাহায্য করবে।

৫.চিনি-মধু

প্রথমে আমাদের চিনি এবং মধুর সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর এই মিশ্রণটি মিনিট দশেক আলতোভাবে ঠোঁটে মাখতে হবে। এই মিশ্রণটি আপনার ঠোঁটকে উজ্জ্বল করতে সাহায্য করবে।

৬.দুধ-টক দই

আমাদের ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাক্টিক অ্যাসিড এর ভূমিকা অপরিসীম। আর আমরা জানি দুধ বা টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্টিক অ্যাসিড। দুধ বা টক দই আমাদের প্রথমে তুলোয় নিয়ে প্রতিদিন অন্তত দুই বার করে ঠোঁটে মালিশ করতে হবে।এটি ঠোঁটের মরা চামড়া গুলোকে ঘষে তুলে দিতে সাহায্য করে। আর একই সাথে ঠোঁটের কালচে ভাব দূর করতেও সাহায্য করে। এছাড়া আমাদের ধূমপান পরিহার করতে হবে ।

Post a Comment

নবীনতর পূর্বতন