ব্যর্থতা ছাড়া সাফল্য অর্জন হয় না

ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতার,ব্যর্থতা,সফলতা অর্জনের উপায়,ব্যর্থতা থেকে সফলতা,ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প,সফলতা অর্জন,ব্যর্থতা থেকে সফলতার উক্তি,ব্যর্থতা নিয়ে উক্তি,ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো সফল গল্প,ব্যর্থতা থেকে শিক্ষা,ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র,লক্ষ্য অর্জনের উপায়,সফলতা অর্জন করার উপায়


একদা রিয়াদ নামের এক যুবক ছিলো, সে সদ্য পড়াশোনা শেষ করেছে, কিন্তু  এখনও সে চাকরির ব্যবস্থা করতে পারে নাই। অন্যদিকে তার পরিবার ও অনেক গরীব । সে গত তিন মাস ধরে অনেক গুলো চাকরির পরীক্ষা দিয়েছে, কিন্তু কোন চাকরির পরীক্ষায় সে ভালো করতে পারি নি। সে বার বার ব্যর্থ হয়েছে। এমন অবস্থায় সে চরম হতাশায় ভুগতে থাকে। তার আর কোন কিছু ভালো লাগে না। সে সব সময় মন খারাপ করে বসে থাকে। এমন অবস্থায় সে ব্যাবসা করবে, সেরকম টাকা পয়সাও তার পরিবারের দেওয়ার ক্ষমতা ছিলো না ।

 একদিন রিয়াদ মন খারাপ করে বাড়ির পাশের এক বাগানে চুপচাপ বসে আছে। হঠাৎ সে লক্ষ্য করলো একটি পাখির দিকে। সে দেখলো পাখিটি গাছের এক ডালে বাসা বাঁধার চেষ্টা করছে। সে দেখলো পাখিটি মাঠ থেকে খড়কুটো মুখে করে নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে গাছের ডালে বাসা বাঁধার চেষ্টা করছে।


কিন্তু পাখিটি যতবারই খড়কুটো গুলো গাছের ডালের ওপরে রাখছে ততবারই বাতাসে সেগুলো নিচে পড়ে যাচ্ছে। কিন্তু পাখিটি আবার ও সেই খড়কুটো গুলো তুলে নিয়ে আবার চেষ্টা চালাচ্ছে। এভাবে সে চুপচাপ পাখিটির কার্যক্রম দেখতে থাকে। সে দেখলো পাখিটি ২৫ বার ব্যর্থ হলো, কিন্তু হাল ছেড়ে দিলো না, পাখিটি ২৬ বারের চেষ্টায় সম্পূর্ণ রূপে বাসাটি বাঁধতে সক্ষম হলো। সে পুরো বিষয়টি মনের মধ্যে গেঁথে নিলো এবং বাড়ি ফিরে গেলো। সে এই ঘটনাটি দেখে আবারও চাকরির পড়াশোনা মনোযোগ দিয়ে করতে লাগলো। সে কোন কোন বিষয়ে দূর্বল সেইগুলো সে বেশি বেশি সময় দিতে লাগলো। সে কিছু দিনের মধ্যেই আবারও অনেকগুলো চাকরির পরীক্ষা দিলো, কিন্তু আগের মতো আবারও ব্যর্থ হলো। কিন্তু সে একটি বিষয় ঠিকই অনুধাবন করলো, আগে সে প্রথম বারেই ব্যর্থ হতো, কিন্তু সে এবার ভাইবাতে যেয়ে বাদ পড়েছে। সুতরাং সে হাল ছাড়লো না। সে আবার চেষ্টা করলো এবং যেখানে যেখানে দূর্বল ছিলো সেগুলোর উন্নতি ঘটালো এবং সে ৩৫ বার ব্যর্থ হবার পর ৩৬ বারে এসে সাফল্য অর্জন করলো। অর্থাৎ সে একটি সরকারি চাকরি পেলো। সুতরাং এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে, কোন কাজে ব্যর্থ হলেই হতাশ হওয়ার চেয়ে আবার আমরা সেই কাজে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা চালিয়ে যেতে পারি যতক্ষণ না সাফল্য অর্জন হয়। জীবনে ব্যর্থতা আসবেই, ব্যর্থতা কে জয় করতে হবে। তাই বলা হয়ে থাকে ব্যর্থতা ছাড়া সাফল্য অর্জন হয় না। আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে, একটি বাঘ অনেক বার ব্যর্থ হয় শিকার ধরতে, কিন্তু ব্যর্থতার পর বাঘটি আবার চেষ্টা করে এবং শিকার ও করে অর্থাৎ সফল হয়। অতএব বাঘটির ব্যর্থতার হার বেশি, কিন্তু চেষ্টা চালিয়ে যাবার কারণে সে শিকার করতে সফল হয়। অর্থাৎ কোন কাজে ব্যর্থ হলেই হাল ছাড়া যাবে না ।


Post a Comment

নবীনতর পূর্বতন